সঠিক উত্তর হচ্ছে: সুশাসন
ব্যাখ্যা: ? জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো_________ সুশাসন।
\n? সুশাসন ধারণাটি উদ্ভাবনের পিছনের প্রেক্ষাপট ছিল AFRICA AND LATIN AMERICA মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা।
\n? সুশাসন ধারণাটি প্রথম ব্যবহার করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কনাবলে।
\n? সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্লেটোর ‘দ্য রিপাবলিক’ গ্রন্থে পাওয়া যায়।
\n? সুশাসনের বড় অন্তরায়- দুর্নীতি। দেশে অরাজকতা দেখা যায়- সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা ও ভুল সিদ্ধান্তের কারণে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক- স্বাধীন বিচার বিভাগ। ওগঋ এর মতে, দেশের উন্নয়নে প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।
\n? সুশাসনের অর্থ- নির্ভুল,দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন আকস্মিকভাবে ঘটে না।
\n? সুশাসন ধারণাটির উদ্ভাবক/সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক- বিশ্বব্যাংক, ১৯৮৯ সালে।
\n? প্রাচীনকালে নগররাষ্ট্রে গড়ে উঠেছিলো – গ্রিসের এথেন্সে ও স্পার্টায়।