সঠিক উত্তর হচ্ছে: মন্টেস্কু
ব্যাখ্যা: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। প্রত্যেক বিভাগ তার কর্মক্ষেত্রে স্বাধীন থাকবে।প্রাচীন গ্রিসের এরিস্টটটল থেকে শুরু করে মধ্যযুগে মার্সিলিও অনেক দার্শনিকই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে ধারণা প্রদান করছেন।তবে ১৭৪৮ সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু সর্বপ্রথম তার \'The Spirit of Laws\' বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।যার কারণে মন্টেস্কু কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয়।[তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন,একাদশ-দ্বাদশ শ্রেণী,প্রথম পত্র,মো. মোজাম্মেল হক]