সঠিক উত্তর হচ্ছে: ১০
ব্যাখ্যা: বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি।\n১.ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম.\n২.আত্মবাচক সর্বনাম\n৩.সমীপ্যবাচক\n৪.সাকল্যবাচক সর্বনাম\n৫.প্রশ্নবাচক সর্বনাম\n৬.অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম\n৭.সাপেক্ষ সর্বনাম\n৮.অন্যাদিবাচক সর্বনাম\n৯.অনিশ্চয়বাচক যৌগিক সর্বনাম\n১০.যৌগিক সর্বনাম\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যকরণ বই সপ্তম শ্রেণী ]