সঠিক উত্তর হচ্ছে: বিহারীলাল
ব্যাখ্যা: আধুনিক গীতি কবিতার স্রষ্টা বিহারীলালকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতিকবিতার ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যা দিয়েছিলেন। কারণ তিনিই প্রথম বাংলার ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।