নিচের অপশন গুলা দেখুন
- সেলিনা হােসেন
- আখতারুজ্জামান ইলিয়াস
- শওকত আলী
- সৈয়দ শামসুল হক
প্রশ্নে উল্লেখিত লেখক-সাহিত্যিকদের মধ্যে -
• শওকত আলীঃ
জন্ম - ১৯৩৬ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৬৮ সালে (৩২ বছর বয়সে)
• সেলিনা হােসেন
জন্ম - ১৯৪৭ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৮০ সালে (৩৩ বছর বয়সে)
• আখতারুজ্জামান ইলিয়াস
জন্ম - ১৯৪৩ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৮২ সালে (৩৯ বছর বয়সে)
• সৈয়দ শামসুল হক
জন্ম - ১৯৩৫ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৬৬ সালে (৩১ বছর বয়সে)
সুতরাং, সৈয়দ শামসুল হক সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমী ওয়েবসাইট।