সঠিক উত্তর হচ্ছে: পুন্ড্রবর্ধন
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রবর্ধন যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।\nফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।\nবৃহত্তর কুমিল্লা ও নােয়াখালি সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।\nএছাড়া চাঁপাইনবাবগঞ্জ প্রাচীনকালে গৌড়ের অংশ ছিল।