সঠিক উত্তর হচ্ছে: প্রগতি
ব্যাখ্যা: ১৯২৭ সালে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিকপত্র প্রগতি। সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার সেনগুপ্ত। এছাড়া ধূমকেতু, কালিকলম, পরিচয় -পত্রিকাগুলো কলকাতা থেকে প্রকাশিত হয়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]