সঠিক উত্তর হচ্ছে: ইরানে
ব্যাখ্যা: ইরানে প্রবেশের প্রধান বন্দরটি হরমুজ প্রণালীর বন্দর-আব্বাস। ১৯৯৫ সালে খোলা তেহরান-বন্দর-আব্বাস রেলপথটি তেহরান ও মাশহাদ হয়ে মধ্য এশিয়ার রেলপথ ব্যবস্থায় বান্দর-আব্বাসকে সংযুক্ত করে। অন্যান্য বন্দরগুলির মধ্যে রয়েছে ক্যাস্পিয়ান সাগরের বন্দর ই-আনজালি এবং বন্দর ই-তার্কম্যান এবং পারস্য উপসাগরে খোররমশহর এবং বান্দর-ই-ইমাম খোমেনী। \n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]