যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে শ্বসণতন্ত্র বলে। যেই তন্ত্রের সাহায্যে শরীরে শ্বসন ক্রিয়া ঘটে তথা জীব শ্বসনকার্য (শ্বাস গ্রহণ ও ত্যাগ) করতে পারে বা নিশ্বাস-প্রশ্বাস নিতে পারে, সেই তন্ত্রকে শ্বসনতন্ত্র (Respiratory system) বলে।