নিচের অপশন গুলা দেখুন
- সবপগুলোই অংশ
- উপজেলা প্রশাসন
- ইউনিয়ন পরিষদ
- জেলা পরিষদ
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা/উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
উপজেলা প্রশাসন \'স্থানীয় প্রশাসনের\' অংশ।
উপজেলা পরিষদের প্রধান - চেয়ারম্যান; অন্যদিকে, উপজেলা প্রশাসনের প্রধান - উপজেলা নির্বাহী অফিসার।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী
বাংলাদেশের \"স্থানীয় প্রশাসন\" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন। সুত্রঃ বোর্ড বই।
অর্থাৎ,
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ