সঠিক উত্তর হচ্ছে: মানচিত্র
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে কিশোর কবি হিসেবে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। তাঁর রচিত বিখ্যাত কয়েকটি কবিতা হলো- রানার, এক যে ছিল, আঠারো বছর বয়স, ছাড়পত্র, উদ্যোগ, দুর্মর। \'মানচিত্র\' হচ্ছে আলাউদ্দিন আল আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]