সঠিক উত্তর হচ্ছে: কেয়াবন সঞ্চারিণী
ব্যাখ্যা: বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, কেয়াবন সঞ্চারিণী, বহ্নবলয় ইত্যাদি নীলিমা ইব্রাহিম রচিত উপন্যাস। দুয়ে দুয়ে চার, অরণ্যে আলো নেই, রোদ জ্বলা বিকেল, সূর্যাস্তের পর ইত্যাদি তাঁর রচিত নাটক। উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।