সঠিক উত্তর হচ্ছে: শামসুদ্দিন ইলতুৎমিশ
ব্যাখ্যা: ? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা _____________ শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন। \r\n\r\n? বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন ___________ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী। \r\n\r\n? ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার ঘটান ___________ মুহম্মদ ঘুরী। \r\n\r\n? বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন _____________ ফখরুদ্দিন মোবারক শাহ।