সঠিক উত্তর হচ্ছে: অখিল
ব্যাখ্যা: নিরবধি (বিশেষণ পদ) যার অর্থ সীমাহীন, অনন্ত, শেষহীন।\nঅবিরাম (বিশেষণ পদ) এর অর্থ যা থামে না, অবিরাম গতি, সর্বদা।\nএরা সমার্থক শব্দ।\nনিখিল (বিশেষণ) যার অর্থ সমগ্র, সমুদয়, সমস্ত। এর সমার্থক শব্দঃ\nঅখিল (বিশেষণ পদ) এর অর্থ সমস্ত, সমুদয়।\n[তথ্যসূত্রঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]