সঠিক উত্তর হচ্ছে: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
ব্যাখ্যা: কম্পিউটার ব্যবস্থার মস্তিষ্ককে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সি পি ইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়ণ বিভাগ)। বস্তুত, এটিই মূল কম্পিউটার। এর প্রধান অংশগুলি হলো কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ শাখা, প্রাইমারি স্টোরেজ ইউনিট বা প্রাথমিক সংরক্ষণ শাখা এবং অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট বা পাটিগণিত ও যুক্তি সংক্রান্ত শাখা।\n[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান বই সপ্তম শ্রেণী]