সঠিক উত্তর হচ্ছে: ২০১৯
ব্যাখ্যা: এদেশে ১৯৬০ সালে প্রথমবারের মত নমুনা আকারে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৩-৮৪, ১৯৯৬ ও ২০০৮ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ পঞ্চম বারের মত দেশে কৃষি শুমারি ২০১৯ পরিচালনা করা হয়।\n[তথ্যসূত্রঃ জাতীয় তথ্যবাতায়ন]