সঠিক উত্তর হচ্ছে: আউটপুট ডিভাইস
ব্যাখ্যা: যে সকল ডিভাইসে ইনপুট ডেটা প্রসেসিং হওয়ার পর, আউটপুট প্রদান করে সেই সকল ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে। মনিটর, প্রিন্টার, সাউন্ড সিষ্টেম, হেডফোন, প্রজেক্টর এই সমস্ত কিছু আউটপুট ডিভাইস এর উদাহরণ। মনিটর এর সাহায্যে কোন কিছু জিনিস দেখা, প্রিন্টার এর সাহায্যে কোন জিনিস প্রিন্ট করে তার আউটপুট নেওয়া, সাউন্ড সিস্টেম এবং হেডফোনের সাহায্যে শব্দ শোনা যায়।