সঠিক উত্তর হচ্ছে: অগাস্টা এডা বায়রন
ব্যাখ্যা: অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের (Augusta Ada Byron) অবদান অনস্বীকার্য। এ যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতোই প্রোগ্রাম ব্যবহার করা হতো। এডা লাভল্যাচ অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেন।প্রকৃতপক্ষে এডা লাভল্যাস (Ada Lavelace) পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার। আধুনিক প্রোগ্রামিং ভাষা এডা তাঁর নামানুসারেই রাখা হয়। [তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী]