সঠিক উত্তর হচ্ছে: উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
ব্যাখ্যা: টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন। উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে (যেমন-শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি ইত্যাদি) বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত (sterile) অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ (এবং পূর্ণাঙ্গ চারাউদ্ভিদ সৃষ্টি) করাকে টিস্যু কালচার বলে।