সঠিক উত্তর হচ্ছে: র্যাম ও রম
ব্যাখ্যা: RAM= Random Access Memory হচ্ছে যে মেমোরিতে পড়া ও লেখা দুটি কাজই করা যায়। এটি একটি অস্থায়ী (Volatile) মেমোরি। পক্ষান্তরে, ROM= Read Only Memory হচ্ছে কম্পিউটারের একটি স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও এর Data মুছে যায় না। এটিকে Non- Volatile মেমোরিও বলা হয়।