সঠিক উত্তর হচ্ছে: উপমান কর্মধারয়
ব্যাখ্যা: সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ। এখানে \'ভ্রমর\' উপমান ও \'কেশ\' উপমেয় এবং \'কৃষ্ণত্ব\' সাধারণ ধর্ম। (উপমান অর্থ তুলনীয় বস্তু।)\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]