সঠিক উত্তর হচ্ছে: আয়কর
ব্যাখ্যা: প্রত্যক্ষ শুল্ক / কর হলো দেশের নাগরিকের আয় ও সম্পদের উপর নির্দিষ্ট হারে আয়কৃত সরকারি রাজস্ব। এর বিপরীতে আছে পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয় আমদানি ও রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসায়-বানিজ্যের উপর আরোপ করা হয়। প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকারহয়ে থাকে যথা, আয়কর এবং সম্পদ কর।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]