সঠিক উত্তর হচ্ছে: কৃপার শাস্ত্রের অর্থভেদ
ব্যাখ্যা: কৃপার শাস্ত্রের অর্থ ভেদ বাংলা ভাষার আদি গদ্য গ্রন্থসমূহের মধ্যে একটি। এই গ্রন্থের লেখক পাদ্রি মানোএল দা আস্সুম্পসাঁউ (পর্তুগিজ: Manoel da Assumpçam মানোয়েল্ দা আসুঁসাঁউ)। গ্রন্থটির নাম বাংলা অক্ষরে কখনো \'কৃপার\' স্থলে \'ক্রেপার\' লেখা হয়েছে। অধিকন্তু প্রায়শ: \'অর্থ ভেদ\' দুই শব্দের পরিবর্তে \'অর্থভেদ\' এক শব্দ ব্যবহৃত হয়। এটি বাংলা আদি গদ্যের নমুনা হলেও গ্রন্থটি রোমান হরফে মুদ্রিত হয়।