সঠিক উত্তর হচ্ছে: আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের দ্বিতীয় উপন্যাস \'আলালের ঘরের দুলাল\'-এর লেখক প্যারীচাঁদ মিত্র।(এর আগে ১৮৫২ সালে হানা ক্যাথরিন মুলেনস \'ফুলমণি ও করুণার বৃত্তান্ত\' বাংলা ভাষার প্রথম উপন্যাস।) তার ছদ্মনাম \'টেকচাঁদ ঠাকুর\'।গ্রন্থটি সম্পূর্ণ সামাজিক পটভূমিকায় রচিত।