নিচের অপশন গুলা দেখুন
- ব্যঞ্জন+ব্যঞ্জন
- স্বর+ব্যঞ্জন
- ব্যঞ্জন+স্বর
- নিপাতনে সিদ্ধ
স্বর-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। যেমন,
গো + পদ = গোষ্পদ,
এক + দশ = একাদশ,
বৃহৎ + পতি = বৃহস্পতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।