সঠিক উত্তর হচ্ছে: দ্রুত জমাট রোধ করার জন্য
ব্যাখ্যা: সিমেন্ট যাতে ধীরে জমাট বাঁধে তার জন্য জিপসাম ব্যবহৃত হয়। সিমেন্ট অতি দ্রুত জমাট বাঁধলে সিমেন্টের ভিতরে ফাঁকা স্থানের পরিমাণ বৃদ্ধি পায়, সিমেন্ট সেটিং দুর্বল হয় এবং ভঙ্গুর হয়ে যায়। সিমেন্টে জিপসাম ব্যবহার করলে সিমেন্টের সেটিং শক্তিশালী হয়। ফলে সিমেন্ট শক্ত ও দীর্ঘ স্থায়ী হয়।