নিচের অপশন গুলা দেখুন
- নিষিদ্ধ লোবান
- রাইফেল রোটি আওরাত
- সূর্য-দীঘল বাড়ী
- জাহান্নাম হইতে বিদায়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও তার অব্যবহিত পরেই প্রকাশিত অন্যতম উপন্যাস - \'রাইফেল রোটি আওরাত\'।
- উপন্যাসটি ১৯৭১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রচিত এবং এটিই মুক্তিযুদ্ধের উপর প্রথম রচিত উপন্যাস। কিন্তু এটি প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - অধ্যাপক সুদীপ্ত শাহীন।
- অন্যান্য চরিত্র - আওয়ামী লীগ নেতা জামাল সাহেব, কমিউনিস্ট কর্মী বুলা, কট্টর পাকিস্তানপন্থী - ড. খালেক, সুবিধাভোগী ড. মালেক প্রমুখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।