ব্যাখ্যা: প্রকৃত ভগ্নাংশ : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন—1/2, 3/7, 15/31 ইত্যাদি। অপ্রকৃত ভগ্নাংশ : যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন—7/3, 12/7, 18/11 ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।