সঠিক উত্তর হচ্ছে: রাশিয়া
ব্যাখ্যা: অক্টোবর বিপ্লব বা আনুষ্ঠানিকভাবে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব হিসাবে সোভিয়েত সাহিত্যে পরিচিত এবং সাধারণভাবে লাল অক্টোবর, অক্টোবর বিদ্রোহ, বলশেভিক বিপ্লব,বা বলশেভিক অভ্যুত্থান নামে পরিচিত, রাশিয়ায় বলশেভিক ও ভ্লাদিমির লেনিন এর নেতৃত্বে একটি বিপ্লব যা ১৯১৭ সালের বৃহত্তর রাশিয়ায় ঘটিত হয়। এটি একটি সশস্ত্র বিপ্লব যা পরবর্তীতে রুশ ভূখণ্ডে সমাজতন্ত্র ও সোভিয়েত ইউনিয়ন কায়েমে প্রধান ভূমিকা পালন করে। [Source: wwww.wikipedia.org]