সঠিক উত্তর হচ্ছে: ২টি
ব্যাখ্যা: প্রতিটি সার্থক বাক্যে ২টি অংশ থাকে:\n উদ্দেশ্য ও বিধেয়।\nউদ্দেশ্য: বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে।যেমন: \nআব্দুরহিম স্কুলে যায়।\nএখানে \"আব্দুর রহিম\" উদ্দেশ্য।\nবিধেয়: উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয়। উপরের উদাহরণে \"স্কুলে যায়\" হচ্ছে বিধেয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]