সঠিক উত্তর হচ্ছে: ৩৭.৩২ কেজি
ব্যাখ্যা: মণ এবং কেজি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটি হিসাব। সাধারণত আমরা যখন ধান, চাল কিংবা জবাইকৃত পশুর মাংসের হিসাব করি তখন তা মণে হিসাব করি। আমাদের মধ্যে একটি ধারণা আছে যে, এক মণ সমান ৪০ কেজি। আসলে কথাটি ভুল। এক মণ সমান ৪০ কেজি না, এক মণ সমান ৪০ সের। সের আর কেজির মধ্যে পার্থক্য আছে। \n১ মণ = ৩৭.৩২৪ কেজি\n১ কেজি = ০.০২৬৭৯ মণ।