সঠিক উত্তর হচ্ছে: মৈত্রতা
ব্যাখ্যা: - একতা, চতুরতা, কার্পণ্য শুদ্ধ রূপ হলেও মৈত্রতা শব্দে অপপ্রয়োগ ঘটেছে।
- মিত্র থেকে মিত্রতা/ মৈত্র। মৈত্র শব্দটি নিজেই বিশেষ্য, এর সঙ্গে নতুন করে তা যুক্ত করে বিশেষ্য করার প্রয়োজন নেই।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।