সঠিক উত্তর হচ্ছে: হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা: হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত নাটক ‘অয়োময়’ । ক্ষয়িষ্ণু জমিদার প্রথা নাটকটির মূল উপজীব্য। নাটকটি মূলত জমিদার মির্জা সাহেবের বিচিত্র চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত। একসময় জমিদার নিজে জমিদারি প্রথার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গভীর রাতে সংসার ত্যাগ করেন। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]