সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: \'পথিক তুমি কি পথ হারাইয়াছ?\' কথাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা\'র\nসুভাষিত উক্তি - কপালকুণ্ডলা\nএ উপন্যাসের কিছু অবিস্মরণীয় উক্তি বাংলা ভাষায় সুভাষিত উক্তি রূপে বহুল ব্যবহৃত ও চর্চিত হয়। যেমন:\n\nতুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?\nপথিক, তুমি পথ হারাইয়াছ? (নবকুমারের উদ্দেশ্যে কপালকুন্ডলা)\nযাহাতে জগদীশ্বরের হাত, তাহা পন্ডিতে বলিতে পারেনা। (নবকুমার, কপালকুণ্ডলার উদ্দেশ্যে অধিকারি)\nক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনিই অঙ্কুর হয়।