সঠিক উত্তর হচ্ছে:
ব্যাখ্যা: ✔বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস।বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত থাকে ১ঃ২।\n\n✔যেকোন পচনশীল বস্তু বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে।\n\n১।মলমূত্র (মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী ইত্যাদি)\n\n২।তরি-তরকারি, ফল-মূল ও মাছ-মাংসের ফেলনা অংশ ।\n\n৩।লতাপাতা, বিভিন্ন আবর্জনা ও কচুরিপানা ।