সঠিক উত্তর হচ্ছে: পানি পথের তৃতীয় যুদ্ধ
ব্যাখ্যা: ষাট সর্গে রচিত ৮৭০ পৃষ্ঠা ব্যাপী মহাকাব্য এই মহাশ্মশান। এটি প্রথম ধারাবাহিকভাবে মোহাম্মদ রওশন আলী সম্পাদিত ” কোহিনূর ” পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের এই সর্ববৃহৎ মহাকাব্যের কাহিনী সূত্র পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপট। ১৭৬১ সালে আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে সংঘটিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ।