সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বাংলা উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষার প্রথম উপন্যাস \"আলালের ঘরের দুলাল\" প্যারীচাঁদ মিত্রের যা প্রকাশ পায় ১৮৫৮ সালে। কিন্ত তিনি বাংলা উপন্যাসের জনক নন। কেননা উপন্যাস হিসেবে \"আলালের ঘরের দুলাল\" স্বার্থক ছিল না। পরবর্তীতে সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় \"দুর্গেশনন্দিনী\" রচনা করে ১৮৬৫ সালে।