সঠিক উত্তর হচ্ছে: অন্ধকার যুগ
ব্যাখ্যা: বাংলায় হাবশী শাসন ৬ বছর(১৪৮৭-১৪৯৩সাল) স্থায়ী ছিল। এ সময়কালে এদেশের ইতিহাস ছিল অন্যায়, অবিচার,ষাড়যন্ত্র,বিদ্রোহ আর হতাশায় পরিপূর্ণ। এ যুগে চার জন হাবশী সুলতানকেই খুন করা হয়। হাবশী নেতা বারবক শাহজাদা প্রথম ক্ষমতায় বসেন।\n