সঠিক উত্তর হচ্ছে: গ্যানিমেড
ব্যাখ্যা: বৃহস্পতির গ্যানিমেড সবচেয়ে বড় উপগ্রহ। আকারে বুধ গ্রহের চেয়েও বড়। এ উপগ্রহটি বৃহস্পতির চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় সাত দিন। গ্যানিমেড যদি বৃহস্পতিকে কেন্দ্র না করে সূর্যকে কেন্দ্র করে ঘুরত তবে একে অবশ্যই গ্রহের মর্যাদা দেওয়া হতো।