সঠিক উত্তর হচ্ছে: বাব-এল-মান্দেব
ব্যাখ্যা: এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে বাব-এল-মান্দেব প্রণালী। ডোভার প্রণালী, দার্দানেলিস প্রণালী ও ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করেছে যথাক্রমে উত্তর সাগর-ইংলিশ চ্যানেল, মর্মর সাগর-ইজিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর-মেক্সিকো উপসাগরকে।