সঠিক উত্তর হচ্ছে: রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস \'রাইফেল রোটি আওরাত\'-এর রচয়িতা আনোয়ার পাশা। আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তাঁর সাহিত্যকর্মে ফুটে ওঠে দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার। তাঁর সাহিত্য জীবনের সূচনা ছাত্রাবস্থায়। রাজশাহী কলেজে বিএ শ্রেণিতে পড়ার সময় তিনি হাস্নাহেনা শিরোনামে একটি রম্যরচনা প্রকাশ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত রচনার জন্য তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন।\nতথ্যসূত্রঃ বাংলাপিডিয়া