সঠিক উত্তর হচ্ছে: ২৪০০ টাকা
ব্যাখ্যা: ধরি,
\nএকটি শাড়ির মূল্য = ক টাকা এবং
\nএকটি শার্টের মূল্য = খ টাকা।
\nপ্রথম শর্তমতে,
\n ২ক + ৪খ = ১৬০০
\nবা, ক + ২খ = ৮০০-----------(i)
\n২য় শর্তমতে,
\nক + ৬খ = ১৬০০----------(ii)
\n(ii) নং সমীকরণ থেকে (i) নং বিয়োগ করে পাই,
\nক+৬খ = ১৬০০
\nক+২খ = ৮০০
\n_____________________
\n ৪ খ = ৮০০;
\n ⁂ খ = ২০০;
\nঅর্থাৎ একটি শার্টের দাম ২০০ টাকা ।
\nতাহলে ১২টি শার্টের দাম হবে ১২ × ২০০ = ২৪০০ টাকা।