সঠিক উত্তর হচ্ছে: ইরাক
ব্যাখ্যা: মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।