সঠিক উত্তর হচ্ছে: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ব্যাখ্যা: : বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো \'কমা\' বা \'পাদচ্ছেদ\' (,) । বাক্যে \'কমা\' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর \'কমা\' বসাতে হয়। সুতরাং (গ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি।