সঠিক উত্তর হচ্ছে: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
ব্যাখ্যা: উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। প্রত্যয় শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়। ২: উপসর্গের অংশবিশেষ লোপ পায় না। প্রত্যয়ের অংশবিশেষ লুপ্ত হতে পারে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।