নিচের অপশন গুলা দেখুন
- ৭ টি
- ৮ টি
- ১০ টি
- ৯ টি
ভারতের বর্তমান রাজ্য সংখ্যা ২৮ টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
২৬ জানুয়ারি ২০২০ থেকে থেকে \'দমন ও দিউ\' এবং \'দাদরা ও নগর হাভেলি\' একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হবে।
বর্তমানে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, \'দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ\', রাজধানী দিল্লি, \'জম্মু ও কাশ্মীর\', লক্ষদ্বীপ, লাদাখ এবং পুডুচেরি।
---------
এর আগে, ৩১ অক্টোবর ২০১৯ এ \'জম্মু ও কাশ্মীর\' এবং \'লাদাখ\' নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের যাত্রা শুরু করে। তখন ভারতের এখন রাজ্য সংখ্যা হয় ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ৯টি। বর্তমানে, উপরের দুটি অঞ্চল এক হয়ে যাওয়াতে ৮টি হয়ে গেল।
সুত্রঃ ভারতের সরকারি সাইট (knowindia.gov.in)