সঠিক উত্তর হচ্ছে: ১৯৭৪ সাল থেকে
ব্যাখ্যা: স্টকহোম সম্মেলন\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n? বিশ্ব পরিবেশ বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে। \r\n\r\n? এ সম্মেলনে ৫ই জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ ঘোষণা/পালনের সিদ্ধান্ত হয়। \r\n\r\n? জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━