সঠিক উত্তর হচ্ছে: ঝিনাইদহের হরিপদ কাপালী
ব্যাখ্যা: ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামের কৃষক হরিপদ কাপালী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এ কৃষক ১৯৯৯ সালে আবিস্কার করেন নতুন প্রজাতির এক ধান। তার নামের সাথে মিল রেখেই এ ধানের নামকরণ করা হয় হরি ধান। হরিধান একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান।\n\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]