নিচের অপশন গুলা দেখুন
- শতাব্দী
- চৌচালা
- রাজপথ
- উপজেলা
দ্বিগু সমাস চিনার সহজ উপায়ঃ দ্বিগু শব্দের “দ্বি ” অর্থ দুই (২)। দুই একটি সংখ্যা। আর যে শব্দে সংখ্যা প্রকাশ পায় সেটাই “দ্বিগু ” সমাস। যেমন, শতাব্দী শব্দের ব্যাসবাক্য হল শত অব্দের সমাহার। অর্থাৎ প্রথমেই আছে “শত ” মানে একশ, যা একটি সংখ্যা। সুতরাং এটি দ্বিগু সমাস। সাতসমুদ্র (সাত সমুদ্রের সমাহার) এটি ও দ্বিগু সমাস। কারণ এখানে ও একটি সংখ্যা সাত (৭) আছে।
মনে রাখতে হবেঃ দ্বিগু সমাসের ব্যাসবাক্যে সবসময় ‘সমাহার’ শব্দটি থাকে।