সঠিক উত্তর হচ্ছে: সরল বাক্য
ব্যাখ্যা: একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে।
\nসরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
\nযেমন- ছেলেরা ফুটবল খেলছে।